মিঠুন দাশ, বান্দরবান – করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে জনগণকে রক্ষা করার জন্য বান্দরবানে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল থেকে সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও পৌরসভার ব্যবস্থাপনায় এসব সহায়তা ওয়ার্ড কাউন্সিলরদের কাছে হস্তান্তর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশসহ সংশ্লিষ্টরা।
চতুর্থবারের মতো এ সহায়তায় ৫ হাজার ৭শ’ পরিবারের জন্যে ত্রাণ দেয়া হয়।
সেখানে পার্বত্য মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক করোনা পরিস্থিতির কারণে যাতে কেউ কষ্ট না পায়, তার জন্য আমরা গরীব ও অসহায় দিনমজুর পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। তিনি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে সচেতন থাকার আহবান জানান।