সংলাপ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
বুধবার দুপুরে এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় গণভবনে এ চিঠি পৌঁছে দিয়েছেন।
অাগামী নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অালোচনা করতেই এ চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হুসেইন মুহাম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।