এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে সালমা ইয়াসমিন-এর কবিতার বই ’আছো কাছে, তবু নেই’। বইটি পাওয়া যাচ্ছে মেলার ১১ নম্বর প্যাভেলিয়নে। ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেন ফাউন্ডেশন ও জার্নিম্যান বুক্স- যৌথভাবে বইটি প্রকাশ করেছে। প্রচ্ছদ এঁকেছেন কবি তারিক সুজাত। সহযোগিতা করেছে ফেসবুক গ্রুপ ‘পোস্টবক্স’। ২০০ টাকা দামের বইটি মেলায় পাওয়া যাবে ১৫০ টাকায়।
বইটির শিরোনাম-কবিতার কিছু অংশ এরকম-
‘তোমার বাড়ি বড়ই পরিপাটি, / যত্নে গড়া গোছানো সংসার। / এলোমেলো আমার যতো স্মৃতি / অবহেলায় গড়ায় ধূলার পর! / ঝিনুকমালায় নোনা হাওয়ার গান, / ওষ্ঠাধরে উপোসী উষ্ণতা- / দুপুরজুড়ে বৃষ্টিবেলার স্নান। / বুকের ওমে জড়িয়ে রাখা ব্যথা!’
লেখক পরিচিতি: সালমা ইয়াসমিন। স্কুলজীবনেই লেখালিখির অভ্যেস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতায় অনার্স-মাস্টার্স শেষে সাংবাদিকতায় হাতেখড়ি দৈনিক ভোরের কাগজ পত্রিকায়। এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে সাব-এডিটর থেকে নিউজ এডিটরের দায়িত্ব পালন। বর্তমানে দেশ টিভিতে সিনিয়র নিউজ এডিটর। সম্পাদনার কাজের চাপে মাঝে লেখালিখিতে দীর্ঘ বিরতি। হঠাৎই নতুন করে শব্দ আর ছন্দের খেলায় মেতে ওঠা। আবারও কবিতায় বসবাস, কবিতায় জীবনযাপন।