প্রকাশিত হলো নাজমুস সাদাত পারভেজ-এর কবিতার বই ‘অনুভূতির জানালা’

বইমেলায় এসেছে নাজমুস সাদাত পারভেজ-এর কবিতার বই ‘অনুভূতির জানালা।’ ছবি: সা’দ জগলুল আব্বাস।

এবারের বইমেলায় প্রকাশিত হলো নাজমুস সাদাত পারভেজ-এর কবিতার বই ‘অনুভূতির জানালা’। বইটি পাওয়া যাচ্ছে মেলার ১১ নম্বর প্যাভেলিয়নে। ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেন ফাউন্ডেশন ও জার্নিম্যান বুক্স- যৌথভাবে বইটি প্রকাশ করেছে। প্রচ্ছদ এঁকেছেন কবি তারিক সুজাত। সহযোগিতা করেছে ফেসবুক গ্রুপ ‘পোস্টবক্স’। ২০০ টাকা দামের বইটি মেলায় পাওয়া যাবে ১৫০ টাকায়।

বইটির শিরোনাম-কবিতার কিছু অংশ এরকম-
‘ঝকঝকে এক রুপোর থালা / চেয়েই তাতে মন উতলা / লাগবে না এই নিয়ন-শহর / চান্নিপসরে হবো একলা! / ইট-পাথরের শহর বনে / জ্বলছে বাতি অলক্ষুণে / ইচ্ছেরা হায় ঝাপটে ডানা / হারিয়ে যেতে দূর গোপনে! / নিভাও বাতি এই নগরী! / মলিন তোমার রাজ্যপুরি! / যান্ত্রিকতার স্পর্শে বেঁচে / যাচ্ছে মরে চাঁদের বুড়ি… ’

লেখক পরিচিতি: নাজমুস সাদাত পারভেজ। অনার্স সম্পন্ন করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সান্ডারল্যান্ড থেকে। এমবিএ ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে। সাংবাদিক, সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন দৈনিক মানবজমিন পত্রিকায়। বর্তমানে একজন উদ্যোক্তা। এই শহরের ইট-পাথরের দালানকোঠার মাঝেই তার বেড়ে ওঠা। তবে শহরের যান্ত্রিকতা তার ভালো লাগে না।

শেয়ার করুন