পাহাড় কেটে জরিমানা দিয়েই পার পেলো গাজী

বান্দরবানের লামার ফাসিয়াখালীতে অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে জান্নাত রুমী।

বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে গাজী রাবার প্লান্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলার এনফোর্সমেন্ট টীম রোববার সন্ধ্যায় লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ-জান্নাত রুমি এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় পরিবেশ সংরক্ষণ আইনে পাহাড় কাটার দায়ে গাজী প্লান্টেশনকে এই জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলার সহকারী পরিচালক সাইফুল আশ্রাব জানান, গাজী গ্রæপ লামা উপজেলার কুমারী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় কেটে আসছে। ২ মাস পূর্বেও গাজী গ্রæপকে একই স্থানে পাহাড় কাটার অপরাধে ৬ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু তারা একই অপরাধ পুনরায় সংঘটিত করে পাহাড় কাটা অব্যাহত রেখেছে। পুনরায় মোবাইল কোর্ট পরিচালনা করে পাহাড় কাটা বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গাজী গ্রæপের লামার ম্যানেজার হিরো বড়ুয়াকে (২৮) কে এক লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, ৪/৫ মাস ধরে মেইন রোডের পাশে স্কেভেটর ও ড্রোজার দিয়ে সমানে পাহাড় কেটে চলেছে গাজী। ইতিমধ্যে ২টি স্কেভেটর ও ২টি ড্রোজার দিয়ে ৬/৭টি পাহাড় কেটে সমান করা হয়েছে। এভাবে পাহাড় কাটা অব্যাহত থাকলে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, পাহাড় কাটার সাথে প্রশাসনের কিছু লোক জড়িত রয়েছে। উচ্চ পর্যায়ের কোন কর্মকর্তা আসার আগে পাহাড় খেকোরা সতর্ক বা খবর পেয়ে যায়। তারা স্কেভেটর ও ড্রোজার সরিয়ে ফেলে। পরে প্রশাসনের শীর্ষ লোকজন এসে খালি মাঠে নামমাত্র জরিমানা করে চলে যায় এবং তারা পুণরায় পাহাড় কাটে।

উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি বলেন, গাজী গ্রুপকে পাহাড় কাটতে নিষেধ করা হয়েছে। আবার কাটলে পুণরায় জরিমানা করা হবে।

 

 

শেয়ার করুন