পাহাড়ের মানুষ বোঝা নয় পরিণত হয়েছে সম্পদে

খাগড়াছড়িতে মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির ত্রি বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ছবি- খোলা চোখ ডটকম।

খাগড়াছড়ি প্রতিনিধি।। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন,  বাংলাদেশের সকল জনগোষ্ঠি স্ব-স্ব ভাষা নিয়ে গর্বের সাথে বেঁচে থাকবে।  প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর স্ব-স্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় কাজ করছে সরকার। বঙ্গবন্ধুর সু-যোগ্য কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে ও প্রচেষ্টায় পার্বত্য চট্টগ্রামে এখন শান্তির সুবাতাস বইছে। এখানকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সরকার বদ্ধ পরিকর।

তিনি বলেন, “পাহাড়ের মানুষ এখন আর বোঝা নয়, পরিণত হয়েছে সম্পদে, সে সম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে- মন্তব্য করেন প্রতিমন্ত্রী। পাহাড়ের প্রতিটি মানুষেকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিবাবকদের দায়িত্ব পালন করতে হবে।  সুযোগ সুবিধার যা যা দরকার সরকারই ব্যবস্থা করব “।

শনিবার দুপুরে মারমা উন্নয়ন সংসদ এর কমিউনিটি সেন্টার উদ্বোধন শেষে খাগড়াছড়ি টাউন হলে কেন্দ্রীয় সম্মেলন, ত্রিবার্ষিক সভা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি চাইথোঅং মারমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজাতীয় শরণার্তী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, খাগড়াছড়ির মং সার্কেল সাচিংপ্রæ চৌধুরী, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব ও ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ,খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেরারেল হামিদুল হক, খাগড়াছড়ি জেলা প্রশাসক শহিদুল ইসলাম, নবাগত পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামানসহ রাজনৈতিক,প্রশাসনিকসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।

পরে মারমা ইতিহাস ও সংস্কৃতি নামক একটি গ্রস্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। এর আগে তিনি খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ এর ২য় ও ৩য় তলার নির্মাণ কাজের উদ্বোধন করেন।

 

শেয়ার করুন