গত ১৪ আগস্ট বান্দরবান সদরের বনরূপা পাড়ায় পাহাড় কাটার দায়ে মোঃ জহিরুল হক ভুট্টু নামের এক ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক ৫০ হাজার টাকা জরিমানা করার সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন পরিবেশ আইনে শাস্তিপ্রাপ্ত ওই ব্যক্তি।
তিনি দাবি করেছেন, প্রতি বছর বর্ষা মৌসুমে ভারী বর্ষণের ফলে তার ঘরের উপর মাটি পড়ে দেওয়াল ভেঙ্গে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। এই বিষয়ে ২০২০ সালে, অর্থাৎ ৫ বছর আগে মাটি সরাতে প্রশাসনের অনুমতি লাগে কিনা স্থানীয় সাংবাদিকদের কাছে জানতে চেয়ে ফেইসবুকে একটি পোস্ট করেন। কিন্তু তিনি প্রশাসনের কাছ থেকে কোনো সাড়া পাননি। ফলে বসবাস করার অনুপযোগী হয়ে পড়া ঘর পূণঃনির্মাণের জন্য ধসে পড়া মাটি অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করছিলেন। প্রকৃতপক্ষে পাহাড় কাটা, মাটির ব্যবসা তার পেশা নয়। জনস্বার্থবিরোধী এবং পরিবেশ বিপর্যয় সৃষ্টিকারী কোন কর্মকান্ডে তিনি জড়িত ছিলেন না এবং ভবিষ্যতেও জড়িত হবার সম্ভাবনা নেই।