পাহাড়ের চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই

সাংবাদিক একেএম মকছুদ আহমেদ (ফাইল ফটো)

পার্বত্য চট্টগ্রামের খ্যাতনামা চারণ সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের রাঙ্গামাটি প্রতিনিধি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় স্ট্রোকের পর রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে পৌনে ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে রাঙ্গামাটিসহ পার্বত্য চট্টগ্রামে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার সকাল ৯টায় রাঙ্গামাটি প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ শুক্কুর স্টেডিয়ামে প্রথম জানাজা হয়। পরে চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

একেএম মকছুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতায় ছিলেন। ১৯৭৯ সালে সাপ্তাহিক বনভূমি ও ১৯৮৩ সালে দৈনিক গিরিদর্পণ প্রতিষ্ঠা করেন এবং ৪২ বছর ধরে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রয়টার্স, বিবিসি বাংলা, ভয়েস অব আমেরিকার সঙ্গে কাজ করেছেন এবং রাঙ্গামাটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

তার মৃত্যুতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বাঘাইছড়িসহ বিভিন্ন অঞ্চলের প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

শেয়ার করুন