প্রচ্ছদ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় সরকার যা বলছে

পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় সরকার যা বলছে

প্রতীকি ছবি

বাসস: প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, এই ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনায় জড়িত সকলকে বিচারের আওতায় আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, জুলাই বিপ্লবের সত্যিকারের চেতনায় অনুপ্রাণিত হয়ে সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বাংলাদেশে সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং ধর্মান্ধতার কোনো স্থান নেই। যারা জাতীয় ঐক্য, শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন