অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পার্বত্য মন্ত্রণালয়ের ২২ বছরপূর্তি পালিত হয়েছে। বুধবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিগত ২২ বছরে পার্বত্য এলাকার উন্নয়নে মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয়ের ভবিষ্যত পরিকল্পনা এবং সেগুলো বাস্তবায়নের রোডম্যাপ নিয়েও উপস্থিত ব্যক্তিবর্গ তাদের মতামত ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সচিব মো. মেসবাহুল ইসলামসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
সভায় আগামী ১৯ জুলাই থেকে তিন পার্বত্য জেলায় ৬ লাখ গাছের চারা রোপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকায় উদ্বোধনের পর তিন পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই কর্মসূচি বাস্তবায়ন করবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।