মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার এই অঞ্চলে অনেকগুলো উন্নয়ন প্রকল্পের অংশীদার হতে পেরে গর্বিত। এখানকার মানুষের স্বাস্থ্য, পুষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়নে আমরা সহযোগী হিসেবে থাকবো। ১৪ মার্চ বুধবার সকালে বান্দরবানের জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসকের এক প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে কোনো উন্নয়ন প্রকল্প সংকুচিত করা হচ্ছেনা বরং ভবিষ্যতে এখানকার মানুষের উন্নয়নে তাঁর সরকার আরো বেশি কাজ করবে।
বান্দরবানে ইউএসএআইডি-এর অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শণকালে মার্কিন রাষ্ট্রদূত জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বোমাং সার্কেল চীফ উ চ প্রু, এবং পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারের সাথেও তাঁদের নিজ নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।