পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

জনপ্রশাসন মন্ত্রণালয়

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা। সাবেক এই সেনা কর্মকর্তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যেকোনো ধরনের পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে দায়িত্ব গ্রহণ করবেন। নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

শেয়ার করুন