খোলা চোখ ডেস্ক।। পার্বত্য চট্টগ্রামে প্রচলিত আইনের পাশাপাশি প্রথাগত আইন ও যেসব বিধি-বিধান বিদ্যমান রয়েছে তার মধ্যে সমন্বয় সাধন করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করার জন্য পার্বত্য তিন জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এম,পি।
২৫ জুলাই বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন “প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর থেকে অবহেলিত ও পশ্চাৎপদ পার্বত্য অঞ্চলে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়। বর্তমানে এখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও অন্যান্য মন্ত্রণালয়ের প্রায় ৯ হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড- পরিচালিত হচ্ছে। সরকারের এ উন্নয়ন কর্মকান্ডে প্রত্যন্ত ও তৃণমূল জনগোষ্ঠীর সম্পৃক্ততা নিশ্চিতকরণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ।