পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির আরোগ্য কামনায় ধর্মীয় উপাসনালয়ে প্রার্থণা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। পাশাপাশি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ ও দেশবাসীর করোনা মুক্তির জন্য বিশেষ প্রার্থণার আয়োজন করেছে মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার রাতে খাগড়াছড়ি মারমা যুব কল্যাণ সংসদের আয়োজনে শহরের পানখাইয়াপাড়াস্থ ধর্মরাজিক বৌদ্ধ বিহার ও সারিপুত্র পালিটোল ক্যাং এ প্রার্থণা হয়।
ধর্মীয় নিয়ম অনুসরণ করে ফুল, পানি পুজা ও হাজার বাতি প্রজ্জ্বলনসহ বিশেষ প্রার্থণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ নেতা ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু ও তার সহধর্মীনী।
এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শতরূপা চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ জনসংযোগ কর্মকর্তা ও বিশিষ্ট লেখক চিংলামং চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মারমা উন্নয়ন সংসদ নেত্রী বাঁশরী মারমাসহ মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেয়।
পরে মংসুইপ্রু চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘প্রাণঘাতি মহামারি করোনার ছোবলে মৃতের সংখ্যা বাংলাদেশে ইতিমধ্যে হাজার ছাড়িয়ে গেছে। এ করোনার প্রভাব পড়েছে পার্বত্য জেলাজুড়েও। ইতিমধ্যে পার্বত্যমন্ত্রীসহ অনেকে করোনায় আক্রান্ত। তাই পার্বত্যমন্ত্রীর রোগমুক্তি, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা ও দেশবাসী মহামারি করোনা থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থণার আয়োজন করা হয়।’