জেলার পরিবহন খাতে নৈরাজ্য বন্ধে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন বান্দরবানের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বিশেষ করে বান্দরবান-চট্টগ্রাম ও বান্দরবান-কক্সবাজার রুটে ফিটনেসবিহীন বাস, যথাসময়ে গন্তব্যে না পৌঁছা, চালক ও সহকারিদের দুর্ব্যবহারসহ নানারকম যাত্রী হয়রানির প্রতিকার চেয়েছেন তাঁরা।
২৮ আগষ্ট মঙ্গলবার সকালে নবাগত জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম-এর সাথে মতবিনিময়কালে সাংবাদিকরা এসব অভিযোগ তুলে ধরেন। এছাড়া পর্যটন মৌসুমে যেখানে-সেখানে পর্যটকদের গাড়ি পার্কিং, মাইক বা সাউন্ড সিস্টেমের অনিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে শব্দদূষণের ব্যাপারেও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করেন সাংবাদিকরা।
জেলার গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয়ের মধ্যে আবাসিক এলাকায় কোনো হোটেল-মোটেলের অনুমোদন না দেওয়া, ইট ভাটার জন্যে পাহাড় কাটা এবং কাঠ পোড়ানো, অবৈধভাবে পাথর ও বালি উত্তোলনসহ বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পায়।
জেলা প্রশাসক জানান, পরিবেশ বিপর্যয় হতে পারে এমন যে কোনো বিষয় কঠোরতার সাথে মোকাবেলা করা হবে। এসব বিষয়ে সংবাদকর্মীদের সহায়তা কামনা করেন তিনি।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, সহকারি কমিশনার মোঃ কামরুজ্জামান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসিক চিম্বুক-এর সম্পাদক মোঃ বাদশা মিঞা, সাবেক সভাপতি দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মোঃ ওসমান গণি, সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রথম আলো’র প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।