অজস্র শ্রোতা ভক্তদের শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন উদীয়মান সঙ্গীত শিল্পী পঙ্কজ দেবনাথ (২৮)। মঙ্গলবার দিবাগত রাতে গলায় ফাঁস লাগিয়ে নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন।
রাতেই তার মরদেহ হাসপাতালের মর্গে নেয়া হয়। তবে পরিবারের অনুরোধে তাঁর মরদেহের ময়না তদন্ত করা হয়নি বলে জানা গেছে।
এদিকে ব্যক্তিগত হতাশা থেকে তিনি আত্মহননের এই পথ বেছে নেন বলে জানা গেছে। পুলিশও তাঁর এই আত্মহত্যাকে ব্যক্তিগত হতাশা বলে ধারণা করছে।
পঙ্কজের বন্ধুদের সাথে কথা বলে জানা গেছে, প্রেমঘটিত কারণে তিনি আত্মহনন করে থাকতে পারেন।
এদিকে শিল্পী পঙ্কজের এই অকাল মৃত্যুতে বান্দরবানের মানুষের মাঝে নেমে এসেছে শোক। কেউ ই তাঁর এই মৃত্যুকে মেনে নিতে পারছেন না।
মঙ্গলবার দিবাগত রাত দুইটার পর পঙ্কজের আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পর থেকেই তাঁর অসংখ্য ভক্ত অনুরাগীরা নিজেদের ফেসবুক ওয়ালে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।
শিল্পী পঙ্কজের পারিবারিক সূত্র জানায়, বিকেল তিনটায় বান্দরবান শহরের বালাঘাটায় তাঁর নিজ বাড়িতে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। এর পর তাঁর মরদেহ সৎকার করা হবে কেন্দ্রীয় শ্মশানে।
আত্মহত্যার আগে শিল্পী পঙ্কজ একটি ভিডিও বার্তা দিয়েছিলেন তার বন্ধুদের। ভিডিও বার্তা পেয়ে বন্ধুদের কয়েকজন তার বাসায় গিয়ে শোয়ার ঘরের দরজা ভেঙ্গে দেখতে পান পঙ্কজের দেহ রশিতে ঝুলছে।