বান্দরবানের নীলগিরিতে পাঁচতারকা হোটেল নির্মাণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সিএইচটি কমিশন। নির্মিতব্য হোটেল সংলগ্ন তিনটি ম্রো গ্রামের অধিবাসীরা বাস্তুচ্যুত হবে এবং আশপাশের আরো পাঁচটি গ্রামের অধিবাসীরা বাস্তুচ্যুত হবার ঝুঁকিতে পড়বে বলে মনে করে কমিশন।
পর্যবেক্ষক সংস্থাটি গতকাল ২ নভেম্বর তাদের এই উদ্বেগের বিষয় বিভিন্ন গণমাধ্যমকে অবহিত করেছে। সূত্র: দি ডেইলি স্টার
বিবৃতিতে বলা হয়, বান্দরবান শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ পূর্বে চিম্বুক-থানচি রোডে ম্যারিয়ট হোটেল এন্ড এমিউজমেন্ট পার্কটি নির্মিত হচ্ছে। কমিশন জানায়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সেখানকার ভূমির মালিকানা হস্তান্তর করেছে, যা তারা করতে পারেনা।
এই হস্তান্তরের কোনো আইনী ভিত্তি নেই জানিয়ে কমিশন বলেছে, ভূমিগুলোর প্রথম স্বত্ত্ব দাবিদারদের কোনো বৈধতা নেই, এবং থাকলেই তারা শুধু এ বিষয়ে সম্মতি দিতে পারে।
বিবৃতিতে আরো বলা হয়, কাপ্রুপাড়া, দোলাপাড়া, ইরাপাড়া এবং চিম্বুক পাহাড়ের অধিবাসীরা এই হোটেলটির নির্মাণ কাজ বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানিয়েছে।
এই হোটেল নির্মাণ অবিলম্বে বন্ধ করা উচিত এবং স্থানীয় অংশীজন এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাথে আলোচনা সাপেক্ষে অধিকতর উপযুক্ত জায়গা নির্বাচন করেই তা করা উচিত বলে বিবৃতিতে সুপারিশ করা হয়।
স্থানীয় অংশীজনদের সাথে পরামর্শ ও তাদের পূর্বানুমতি ছাড়া এ ধরনের পর্যটন সংশ্লিষ্ট স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া উচিত নয়, জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে স্বাক্ষর করেন কমিশনের সহ-সভাপতি সুলতানা কামাল, এলসা স্টামাটোপোলো ও মিরনা কানিংহাম কেইন।