দীর্ঘদিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আবারও প্রাণ ফিরতে শুরু করেছে বান্দরবানের পর্যটনে। পর্যটকদের জন্যে বিশেষ ছাড় ঘোষণা করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। জেলা সদরসহ লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দর্শণীয় স্থানগুলোতে বাড়ছে ভ্রমণপ্রিয় মানুষের আনাগোনা।
অচলাবস্থা কাটাতে হোটেল, রিসোর্ট রেস্টুরেন্টে বিশেষ ছাড় দেয়া হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা।
এলাকায় বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানালেন পুলিশ সুপার।
প্রায় ১ মাসের নিষেধাজ্ঞা শেষে গত ৭ নভেম্বর থেকে বান্দরবানের ৪ উপজেলায় পর্যটন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জেলাপ্রশাসন। নিরাপত্তা সংকটে এখনো বন্ধ রয়েছে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার পর্যটন।