বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “১০ বছর ধরে বিএনপি আন্দোলন করতে পারেনি। দলটির নেত্রী খালেদা জিয়া কারাগারের বাইরে থাকার সময়ও জনগণ তার ডাকে সাড়া দেয়নি। এখন নির্বাচন থেকে পালানোর জন্য বিএনপির নেতাকর্মীরা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। আমাদের কাছে খবর আছে, দেশে-বিদেশে ২০১৪ সালের মতো কিভাবে সহিংসতা করা যায়, তা নিয়ে ষড়যন্ত্র চলছে। তবে এসব করে লাভ হবে না। আমরা জনগণকে নিয়ে তা প্রতিহত করব।”
উত্তরাঞ্চলে ট্রেনযাত্রা কর্মসূচি শেষে আজ (রোববার) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
নির্বাচনী ট্রেনযাত্রায় ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “ট্রেনযাত্রায় জনতার উপস্থিতি দেখে তারা তো বুঝতে পেরেছে, এদেশে বিএনপি ও তাদের দোসরদের নির্বাচনে জয়লাভ করা সম্ভব নয়। তারা নির্বাচনে জয়লাভ করতে পারবে না। নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কা থেকে তাদের এখন টার্গেট হচ্ছে নির্বাচন থেকে কিভাবে পালানো যায়। নির্বাচন থেকে পালাতে তারা সেই নাশকতার ষড়যন্ত্র করছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র দেড়-দু’মাস বাকি। এ সময়ে দেশে কোনো অস্থিরতা আছে? কোনো অশান্তি আছে? আমাদের প্রতিপক্ষ তাদের বিষোদগারের মধ্যে অশান্তি আর অস্থিরতা ছড়াতে চাইছে। কিন্তু দেশের জনগণের মধ্যে কোনো অস্থিরতা নেই।”
খালেদার মুক্তি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না, বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, “গতকালের (শনিবার) জনস্রোত আপনারা দেখেছেন। এই জনস্রোত তো ১০ বছরেও বিএনপি মাঠে নামাতে পারেনি। ১০ বছরে ১০ মিনিটও তারা রাস্তায় নামেনি। তারা বিরোধীদল হওয়ারও যোগ্যতা হারিয়েছে। আমার তো মনে হয় এদেশে যদি কোনো ব্যর্থ বিরোধীদলের নাম নিতে হয়, তাহলে বিএনপিকে চিরকাল এ দেশের মানুষ মনে রাখবে?”
নির্বাচনকে সামনে রেখে প্রচারণার জন্য শনিবার ঢাকা থেকে ট্রেন যাত্রা শুরু করেন ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। পথে বিভিন্ন স্টেশনে সভা করে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন তারা। পাশাপাশি নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়া এবং অভ্যন্তরীণ কোন্দল নিরসনে নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা।