স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যারা ছিনিমিনি খেলবে জনগণ তাদের লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে। নির্বাচনের মাঠ ছেড়ে বিএনপিকে না পালানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, খালেদা জিয়ার দলকে ভোটের মাঠেই মোকাবেলা করা হবে।
শনিবার সিরাজগঞ্জ জেলা সদরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন উপলক্ষে মুক্তির সোপানে অনুষ্ঠিত সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে জনগণ যে রায় দেবে আওয়ামী লীগ তা মেনে নেবে। আগামী নির্বাচনে জনগণের ভোট পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনে বিজয়ের হ্যাটট্রিক মুকুট পরবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের এই মুখপাত্র শেখ হাসিনাকে সফল নেত্রী হিসেবে অভিহিত করে বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশের আর্থসামাজিক উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন। বিশ্বদরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরশেদ আলী।
এর আগে দিনভর সিরাজগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন মোহাম্মদ নাসিম। সকালে তিনি কাজীপুরে শহীদ এম মনসুর আলী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অধ্যক্ষ আব্দুল কাদেরের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাসিমপত্নী লায়লা আরজুমান্দ বীথি। পরে কাজীপুর উপজেলা পরিষদ আয়োজিত পরিষদ মাঠে বৃক্ষমেলা উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর ছালাল আশ্রয়ণ প্রকল্পের ৯০ জন ভূমিহীনের কাছে জমির দলিল হস্তান্তর করেন তিনি।