তিন বছর সাত মাস বয়সী ছেলে শিশু মাহিমকে অপহরণের পর হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় বাবাসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঘটনাটি ঘটেছে রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায়।
বুধবার দুপুরে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ফয়জুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। ফয়জুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে শিশু মাহিমের বাবা জুলহাস (৩১) এবং প্রতিবেশী জুয়েলকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যাক্তিদের বিরুদ্ধে শিশু মাহিমকে অপহরণ করে হত্যার অভিযোগ রয়েছে।’










