নানা কমর্সূচীর মধ্য দিয়ে বান্দরবানে মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যু বার্ষিকী পালন

????????????????????????????????????

বান্দরবান প্রতিনিধি।। নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৪ তম মৃত্যু র্বাষিকী পালিত হয়েছে। দিবস উপলক্ষে কালো ব্যাজ ধারণ, প্রভাত ফেরী এবং শোকর‌্যালীর আয়োজন করে র্পাবত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

সকালে মানবেন্দ্র নারায়ণ লারমার স্মরণে একটি শোক র‌্যালী জেএসএস র্কাযালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে জেএসএস এর নেতা-কর্মীরা ছাড়াও হিল উইমেন্স ফেডারেশন, যুব সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরাও অংশ নেন।

পরে শহরের দলীয় জেএসএস র্কাযালয়ে আঞ্চলিক পরিষদ সদস্য ও জেএসএস নেতা কেএস মং মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

-মানবেন্দ্র নারায়ণ লারমা র্পাবত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা এবং জাতীয় সংসদের সদস্য ছিলেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর তিনি আততায়ীর গুলিতে নিহত হন।

সে থেকে তার অনুসারীরা দিবসটিতে নানা কমর্সূচী পালন করে থাকেন।

শেয়ার করুন