নানা আয়োজনে বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নানা আয়োজনে বান্দরবান পার্বত্য জেলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষ্যে সকালে শহরের পুরাতন রাজবাড়ী মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে ১১ টি সম্প্রদায়ের তরুন তরুনী তাদের ঐতিহ্যবাহি পোষাক ও বাদ্য বাজনা, বিভিন্ন শ্লোগান ও দাবি সম্বলিত ব্যানার ফেষ্টুন
নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অরুণ সারকি টাউন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবস উদযাপন কমিটির সভাপতি জলিমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ হোসাইন কবির, আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং , জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচ প্র“ মারমাসহ বিভিন্ন নৃতাত্বিক গোষ্ঠি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা এসময় পার্বত্যাঞ্চলে বসবাসরত আদিবাসীদের স্বীকৃতি দাবি করেন। তারা বলেন প্রতিনিয়ত আদিবাসীরা পাহাড়ে লাঞ্চনা ও নিপীড়নের শিকার হচ্ছেন। তারা এ অবস্থা থেকে মুক্তি চায়। এজন্য সরকারও সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। নয়তো পাহাড়ের সমস্যা সমস্যাই থেকে যাবে মুক্তি আসবে না।

পরে বিভিন্ন গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন