মাস্ক ব্যবহার না করায় যশোরের মনিরামপুরে তিন বৃদ্ধকে কান ধরিয়ে শাস্তি দেবার ঘটনায় নড়েচড়ে বসেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সহকারি কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের এই ঘটনা সারা দেশে তোলপাড় সৃষ্টি করে।
পরে অবশ্য ওই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। ঘটনার শিকার নাগরিকদের কাছে ক্ষমাও চাইতে বলা হয় তাকে।
এ ঘটনার প্রেক্ষিতে নাগরিকদের সাথে সম্মানজনক আচরণ করার নির্দেশনা জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জানান, শনিবার এই নির্দেশনা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
সচিব বলেন, আমরা জেলা প্রশাসকদের বলেছি, এ ধরনের ঘটনা যেন পূণরাবৃত্তি না হয়। শুধু বয়োবৃদ্ধ নয়, যে কোনো নাগরিকের সাথে যেন সম্মানজনক আচরণ করা হয়।