নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪ তামাক চাষী অপহরণ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দূর্গম চরে ৪ তামাক চাষী অপহরনের খবর পাওয়া গেছে। ২০ জানুয়ারী শনিবার গভীর রাতে উপজেলার দৌছড়ি ও বাইশারী ইউনিয়নের সীমান্ত এলাকা লেদু বুড়ির চর এলাকার তামাক ক্ষেতের খামার থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন, রামু উপজেলার গর্জনীয়া ইউনিয়নের থোয়াঙ্গাকাটা এলাকার বাসিন্দা নুরুল আলমের পুত্র আব্দুল আজিজ (১৬), আব্দুর রহমানের পুত্র আব্দুর রহিম (২৫), থিমছড়ি এলাকার বাসিন্দা রশিদ আহমদের পুত্র শাহ্ আলম (৪০) ও মাঝিরকাটার বাসিন্দা মৃত আলী হোছনের পুত্র আবু ছৈয়দ (৪০)।

স্থানীয় বাসিন্দা ২৭৯নং বাঁকখালী মৌজার ডিভাইন রাবার বাগানের ষ্টাফ মো: আজগর আলী মুঠোফোনে জানান, গভীর রাত ১টার দিকে ১০/১২ জনের সশস্ত্র সন্ত্রাসীরা লেদু বুড়ির চরের তামাক ক্ষেতের খামারে অবস্থানরত ৪ চাষীদের অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড়ে নিয়ে যায়।

ঘটনাস্থলের আশপাশে কোথাও মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাৎক্ষনিক পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সকালে রাবার বাগানের উঁচু পাহাড়ে উঠেই অপহরনের খবর দেওয়া হয়। অপহরনের ঘটনায় রাবার বাগানের শ্রমিক ও উক্ত জায়গায় বসবাসকারী লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শক (ওসি) শেখ মো: আলমগীর জানান, অপহরনের ঘটনাটি শুনেছি, তবে এখনো নিশ্চিত হতে পারিনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন