বান্দরবান (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি।। নাইক্ষ্যংছড়ির উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদে নারী উন্নয়ন ও স্কুল ফিডিং কার্যক্রমের ওপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপজেলা ম্যানেজার এ.কে.এম রেজাউল হক। স্কুল ফিডিং প্রোগ্রামের এফএম আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ, ইউনিয়ন পরিষদ সচিব আবু হানিফ রাজু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপজেলা সহকারী ব্যবস্থাপক আব্দুর রহমান, ইউপি সদস্য আবু তাহের, নুরুল আজিম, মহিলা সদস্যা সেলিনা আক্তার বেবি, এফএম ওসমান সরোয়ার, সিনিয়র পাড়াকর্মী অংমাচিং চাক, নিগার সোলতানা, রোমানা আক্তার, মনোয়ারা বেগম, ধুংচাই মার্মা সহ প্রমুখ।
দিনব্যাপী নারী উন্নয়ন কর্মশালায় প্রশিক্ষণার্থীদের মাঝে সাতটি বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের বিষয় সমূহ হল, এইচআইভি এইডস সম্পর্কে ধারণা, দূর্যোগে ঝুঁকি কমাতে সচেতনতা, বিদ্যালয়,পাড়া কেন্দ্রে আঙ্গিনায় সবজি বাগান স্থাপন, স্বাস্থ্য, পরিস্কার-পরিচ্ছন্নতা, পয়ঃ নিস্কাশন বিষয়ক শিক্ষা, এসএমসি পিসিএমসি তে নারীর ভূমিকা নিয়ে উৎসাহিত করণ ও কৃমি নিধন।
কর্মশালায় বক্তারা বলেন, স্কুল ফিডিং প্রোগ্রামের মাধ্যমে স্কুল ও পাড়া কেন্দ্রের শিশুদের ভর্তি ও উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এছাড়া স্কুল থেকে ঝরে পরা কমেছে। এর মাধ্যমে শিশুদের অপুষ্টি উপাদানের অভাব দূর করে শিক্ষা গ্রহণে ক্ষমতা বাড়ায়।
প্রধান অতিথি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার, তাই কোন শিশুদের অযত্ন ও অবহেলা করা চলবে না। সরকারের পাশাপাশি এনজিও সংস্থা এন.জেড একতা মহিলা সমিতি দীর্ঘকাল যাবত দূর্গমাঞ্চলের শিশু ও নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে যাচ্ছে।