সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য নবম সংবাদপত্র মজুরী বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে চেয়ারম্যান করে সোমবার ১৩ সদস্যের এই বোর্ড গঠন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস) মো. মিজান-উল-আলম এই মজুরী বোর্ডে সচিবের দায়িত্ব পালন করবেন এবং তথ্য মন্ত্রণালয় সাচিবিক সহায়তা দেবে।
এবারে মজুরী বোর্ডে সংবাদপত্র ও সংবাদ সংস্থায় নিয়োজিত সাংবাদিক সাধারণ কর্মচারী ও প্রেস শ্রমিকদের বেতন-ভাতার সুপারিশ করবে। এই বোর্ড ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের বিষয়টি আইনগত পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়ন করবে।
গঠিত মজুরী বোর্ড পরবর্তীতে সরকারের নিকট অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতার সুনির্দিষ্ট সুপারিশ করবে এবং ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ সুপারিশ সরকারের কাছে পেশ করবে।
সংবাদপত্র মজুরী বোর্ডের চেয়ারম্যান ছাড়া বোর্ডের অপর ১২ জন সদস্য হচ্ছেন, নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’র সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি এ কে আজাদ, কোষাধ্যক্ষ মতিউর রহমান চৌধুরী, সদস্য মাহফুজ আনাম, সদস্য তাসমিমা হোসেন, এম জি কিবরিয়া চৌধুরী, আহ্বায়ক, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার, মহাসচিব মো. খায়রুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স’র সভাপতি মো. আলমগীর হোসেন খান, মহাসচিব মো. কামালউদ্দিন। সূত্র : দ্যা ডেইলি অবজারভার অনলাইন।