নদী ড্রেজিং, নদীর তীর সংরক্ষণ এবং হাওর এলাকার জন্য পৃথক ফান্ড গঠনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে এ জাতীয় চলমান প্রকল্পের কাজ ত্রুটিমুক্তভাবে বাস্তবায়নের সুপারিশ করা হয়।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৭তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, এ. কে. এম. ফজলুল হক, মো. ফরিদুল হক খান, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং মোছা. সেলিনা জাহান লিটা বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে বিদ্যমান ড্রেজার ও সংগৃহীতব্য ড্রেজার সমূহের সুষ্ঠু রক্ষণা-বেক্ষণ ও পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বনি আনোয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।