অনলাইন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার আরও আপডেট ও আকর্ষণীয় ভার্সন আনছে। সম্প্রতি ফিংগার প্রিন্ট অথেনটিকেশন সুবিধা আনা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বলছে, চলতি বছর বা আগামী বছরের শুরুতে গ্রাহকদের জন্য বেশ কয়েকটি নতুন ফিচার আসছে। এগুলোর মধ্যে রয়েছে-
১.বুমেরাং ভিডিও: অনেকটা ফেসবুকের পথেই হাঁটছে হোয়াটসঅ্যাপ। ফেসবুক যেভাবে স্টোরিজের মতো ফিচার ব্যবহার করেছে, ঠিক তেমনই এবার ইনস্টাগ্রামের বুমেরাং ভিডিও তৈরির ফিচার ব্যবহার করতে চলেছে হোয়াটসঅ্যাপ।
২.ডার্ক মোড: টুইটারের মতো এবার হোয়াটসঅ্যাপেও আসছে ‘ডার্ক মোড’।
৩.কন্টাক্ট নাম্বার সাজানো: নতুন ভার্সনে গুরুত্ব অনুযায়ী কন্টাক্ট নাম্বার সাজাতে পারবেন গ্রাহকরা। যার ফলে প্রয়োজনীয় নাম্বার পেতে যেমন সুবিধা হবে, তেমনই বন্ধুদের খোঁজও মিলবে চটজলদি।
৪.ভয়েস মেসেজ রিভিউ: ফটোর প্রিভিউয়ের মতো এবার ভিডিও প্রিভিউ পদ্ধতিও আনতে চলেছে হোয়াটসঅ্যাপ।
৫.হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সরাসরি ফেসবুকে শেয়ার: হোয়াটসঅ্যাপের নতুন ভার্সনে থাকবে নতুন এ সুবিধা। যেখানে হোয়াটসঅ্যাপে দেয়া স্ট্যাটাস সরাসরি শেয়ার করা যাবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে। যার ফলে তিনটি অ্যাপের মধ্যে ঘটতে চলেছে দারুণ এক মেলবন্ধন।