‘ধানের শীষের জোয়ার উঠলে ভেসে যাবে নৌকা’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয় অবশ্যম্ভাবী দেখে আওয়ামী লীগ ভোট থেকে সরে যেতে পারে বলে মন্তব্য করেছেন। ধানের শীষের জোয়ার উঠলে নৌকা অনেক দ্রুত ভেসে চলে যাবে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সরকারের ভেতর পরাজয়ের ভয় ঢুকেছে মন্তব্য করে মওদুদ আহমেদ বলেন, আমরা সব সময় বলে এসেছি একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন কখনোই নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না। আমরা সব সময় বলেছি, এই নির্বাচন কমিশন একটা সরকারের তল্পীবাহক। এই সরকার এবং নির্বাচন কমিশন এক এবং অভিন্ন। আজ সেটাই প্রমাণিত হলো।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত এই রাজনৈতিক সরকারের নিযুক্ত একজন ডেপুটি কমিশনার, এসপি, ওসি বা একজন ইউএনও’কে পরিবর্তন করে নাই। এই সরকারের স্বার্থ রক্ষায় যারা নিযুক্ত হয়েছিলেন তারাই এখনো বলবৎ আছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবিরা নাজমুল, ফরিদ উদ্দিন, কাজী মনিরুজ্জামান, একেএম রেজাউল করীম প্রমুখ।

শেয়ার করুন