সারাদেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন-ধর্ষণসহ সহিংসতা এবং আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা।
৯ অক্টোবর শুক্রবার জুমার নামাজ শেষে শহরের ফিসারীঘাট জামে মসজিদ চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা জামে মসজিদের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সভাপতি এনামুল হক মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারি প্রচার সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকী। এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলার সাবেক সভাপতি মুহাম্মদ জসিম উদ্দীন, জেলা সেক্রেটারী মাওলানা নজরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন রাঙামাটি জেলার সভাপতি মুহাম্মদ নাসির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙামাটি জেলা সভাপতি মুহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসাইন মল্লিক সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি দেলোয়ার হোসেন সাকী বলেন, সরকারের যদি শুভ বুদ্ধির উদয় হয় তাহলে অনতিবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন না হয় দেশের জনগন সরকার পতনের আন্দোলনে নামতে বাধ্য হবে।
অন্যান্য বক্তারা বলেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় বারবার ধর্ষণ এবং লোমহর্ষক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অতএব ধর্ষণ নারী নির্যাতনসহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধ করতে হলে রাষ্ট্রের সকল পর্যায়ে ইসলামী অনুশাসন মেনে চলার বিকল্প নেই।