বিভিন্ন দেশে ধ-র্ষ-ণের সর্বোচ্চ শাস্তি:
এশিয়া:
১. ভারত: ১২ বছরের কম বয়সী মেয়েশিশু ধ-র্ষ-ণের শাস্তি মৃ-ত্যু-দ-ণ্ড। অন্যান্য ক্ষেত্রে সর্বনিম্ন ১০ বছরের কারাদণ্ড, যা বাড়িয়ে যাবজ্জীবন বা মৃ-ত্যু-দ-ণ্ড দেওয়া হতে পারে।
২. পাকিস্তান: সর্বোচ্চ শাস্তি মৃ-ত্যু-দ-ণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড।
৩. বাংলাদেশ: সর্বোচ্চ শাস্তি মৃ-ত্যু-দ-ণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড।
৪. চীন: শাস্তি ৩ থেকে ১০ বছরের কারাদণ্ড; গুরুতর ক্ষেত্রে মৃ-ত্যু-দ-ণ্ড।
৫. জাপান: সর্বোচ্চ শাস্তি ২০ বছরের কারাদণ্ড।
মধ্যপ্রাচ্য:
৬. সৌদি আরব: শরিয়া আইনে সর্বোচ্চ শাস্তি মৃ-ত্যু-দ-ণ্ড।
৭. ইরান: সর্বোচ্চ শাস্তি মৃ-ত্যু-দ-ণ্ড।
৮. সংযুক্ত আরব আমিরাত: জবরদস্তিমূলক যৌনমিলনের শাস্তি মৃ-ত্যু-দ-ণ্ড।
৯. ইসরায়েল: সর্বোচ্চ শাস্তি ১৬ বছরের কারাদণ্ড।
ইউরোপ:
১০. যুক্তরাজ্য: সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
১১. ফ্রান্স: সর্বোচ্চ শাস্তি ১৫ বছর; গুরুতর ক্ষেত্রে ২০ থেকে ৩০ বছর বা যাবজ্জীবন।
১২. জার্মানি: সর্বোচ্চ শাস্তি ১৫ বছরের কারাদণ্ড।
১৩. রাশিয়া: সর্বোচ্চ শাস্তি ২০ বছরের কারাদণ্ড।
উত্তর আমেরিকা:
১৪. যুক্তরাষ্ট্র: প্রতিটি রাজ্যে আইন ভিন্ন; কিছু রাজ্যে মৃ-ত্যু-দ-ণ্ড পর্যন্ত হতে পারে।
১৫. কানাডা: সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
দক্ষিণ আমেরিকা:
১৬. ব্রাজিল: সর্বোচ্চ শাস্তি ৩০ বছরের কারাদণ্ড।
১৭. আর্জেন্টিনা: সর্বোচ্চ শাস্তি ১৫ বছরের কারাদণ্ড।
আফ্রিকা:
১৮. দক্ষিণ আফ্রিকা: সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
১৯. মিশর: সর্বোচ্চ শাস্তি মৃ-ত্যু-দ-ণ্ড।
ওশেনিয়া:
২০. অস্ট্রেলিয়া: প্রদেশভেদে আইন ভিন্ন; সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
প্রতিটি দেশে আইনের ব্যাখ্যা ও প্রয়োগ ভিন্ন হতে পারে। নির্ভরযোগ্য তথ্যের জন্য সংশ্লিষ্ট দেশের আইনি নথি বা সরকারি সূত্র পর্যালোচনা করা উচিত।