বাংলাদেশে একদিনে ১ হাজার ৮৭৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্য দিয়ে দেশে মোট আক্রান্ত ৩২ হাজার ছাড়ালো।
এর মধ্যে মোট মৃত্যুর সংখ্যা সাড়ে চারশো’র বেশি।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
শনিবার পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮ জন। এর মধ্যে নতুন ২০ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২ জন। চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৯৬ জন; মোট আরোগ্যের সংখ্যা ৬ হাজার ৪৮৬ জন।
দেশে কভিড-১৯ রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.২২ শতাংশ; মৃত্যুর হার ১.৪১ শতাংশ।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শনিবার দুপুরে এসব হালনাগাদ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।