দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরে: আবহাওয়া অধিদফতর


Deprecated: Hook authorship/author/guest/before_get_data is deprecated since version 5.0.0 with no alternative available. in /home/kholqhnk/public_html/wp-includes/functions.php on line 6114

Deprecated: Hook authorship/author/guest/after_get_data is deprecated since version 5.0.0 with no alternative available. in /home/kholqhnk/public_html/wp-includes/functions.php on line 6114
ডেস্ক রিপোর্ট

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাতের প্রভাব কমেছে। আজ রবিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস। তবে আগামী মাসে (নভেম্বর) ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

শনিবার সকালে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন অধিদফতরের উপপরিচালক কাওসার পারভীন। তিনি বলেন, ‘‘আগামী দিন থেকেই আমরা স্বাভাবিক আবহাওয়া আশা করছি। এই মেঘ-বৃষ্টি কেটে গেলেই শীতের প্রকোপ চলে আসবে। অক্টোবর-নভেম্বর মাস ঘূর্ণিঝড়ের মাস। আগামী মাসে এ রকম দু-একটা ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা আছে।’’

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

শেয়ার করুন