দুই মামলায় খালেদার জামিন

ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগের পৃথক দুই মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামিন পেয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এর আগে, গত ৫ জুলাই বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর হাকিম আদালত এই দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করে দেন। পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হয়।

মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’করার অভিযোগে ২০১৬ সালের ৩ নভেম্বর আদালতে মানহানির মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। অন্যদিকে ‘ভুয়া জন্মদিন’ পালনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট মামলাটি করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন। ওই মামলায় জামিন পেলেও অন্য মামলায় তার জামিন না হওয়ার কারণে তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

শেয়ার করুন