বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিজিপি সীমান্তে যৌথভাবে টহল দিয়েছে আজ। প্রায় ১০ মাস পর এই যৌথ টহলের মাধ্যমে দুই দেশের সীমান্তে চলা উত্তেজনা কিছুটা প্রশমিত হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ও ঘুনধুম সীমান্তে প্রায় ঘন্টাব্যাপী এই যৌথ টহলে অংশ নেন দুই দেশের সীমান্তরক্ষীরা।
বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান, সীমান্তে যৌথ টহল আরো বাড়ানোর জন্যে মিয়ানমারকে প্রস্তাব দেয়া হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী রোহিঙ্গা আবদুস সালাম বলেন, সকালে সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষে দুই দেশের সৈনিকদের নিজ নিজ সীমানায় টহল দিতে দেখা গেছে।
ঘুনধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী আগে নিয়মিত যৌথ টহলে অংশ নিতো। রোহিঙ্গা সমস্যা শুরু হবার পর থেকে এই টহল আর হয়নি।
গত এক সপ্তাহের বেশি সময় ধরে নিজেদের সীমান্তে মিয়ানমারের সৈন্য সংখ্যা বৃদ্ধি, রোহিঙ্গাদেরকে জিরো লাইন থেকে সরে যেতে মাইকিংসহ রোহিঙ্গাদের ওপর গুলিবর্ষণ করে। এসব ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ২ মার্চ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকের এক সপ্তাহ পর রবিবারের এই যৌথ টহলে সীমান্তে সৃষ্ট উত্তেজনা কিছুটা লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।