দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় পূজা মন্ডপ বান্দরবানে

বান্দরবান রাজার মাঠে নির্মিত দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় পূজা মন্ডপ।

বান্দরবানে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে এ বছরও তৈরি হয়েছে দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় পূজা মন্ডপ। স্থানীয় রাজার মাঠে প্রাসাদের আদলে তৈরি বিশাল প্যান্ডেলকে ঘিরে আশপাশের এলাকায়ও আলোকসজ্জার ব্যবস্থা করেছে আয়োজক কমিটি। সন্ধ্যা নামার সাথে সাথেই রাজার মাঠ এলাকাটি ভক্ত-পূণ্যার্থীদের সমাগমে মুখর হয়ে উঠছে। সোমবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবানে শারদীয় দূর্গোৎসবের উদ্বোধন করছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এ সময় বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল চৌধুরী মোহাম্মদ অজিজুল হক হাজারী, সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পৌর মেয়র মোঃ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, কাজল কান্তি দাশ, কেন্দ্রীয় দূর্গা মন্দির কমিটির নেতা নিখিল কান্তি দাশ, লক্ষ্মীপদ দাশসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলার জেলা সদরে ১০টি এবং ছয় উপজেলার বিভিন্ন স্থনে মোট ২৭টি মন্ডপে বর্ণাঢ্য আয়োজনে দূর্গোৎসব পালিত হচ্ছে।

– নিজস্ব প্রতিবেদক, বান্দরবান

শেয়ার করুন