মিনারুল হক, বান্দরবান।। দীর্ঘ ২০ বছর পর প্রাণ ফিরেছে বান্দরবানের দুর্গম থাানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আন্ত:বিভাগসহ র্নিধারিত সব বিভাগেই এখন মিলছে সেবা। প্রতিদিন সেবা নিতে দুর-দুরান্তের মানুষ আসছেন স্বাস্থ্য কমপ্লেক্সে। বিভিন্ন বিভাগের ৫ জন চিকিৎসক এবং ৭ জন সেবিকা রোগীদের সেবা দিচ্ছেন নিয়মিত।
এদিকে জেলা শহর থেকে ৮০ কিলোমিটার দুরে দুর্গম থানছি উপজেলায় ৩১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি পুরোদমে চালু হওয়ায় খুশি স্থানিয়রা।
সদর উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা জানান, স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল দুর্গম এলাকার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি পুরোদমে চালু হবে। এখন তাদের সেই স্বপ্ন বাস্তবায়ণ হয়েছে। এতে এখন থেকে র্দুগম এলাকার কোনো মানুষকে আর বিনা চিকিৎসায় মরতে হবে না।
থানচি বাজারের ব্যবসায়ী অমল কান্তি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সটি পুরো চালু হওয়ায় আমাদের আর জেলা সদরে যেতে হবে না। আগে অনেক জটিল রোগী নিয়ে সদরে যাবার পথে মারা যেতো। এখন আর আমাদের সে ভয় নেই।
থানচি সদরের একটি বেসরকারী প্রতিষ্ঠানের কমর্চারী মোজাম্মেল হক বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু হওয়ায় আমরা খুশি। তবে প্রতিষ্ঠানটিতে সব ধরনের চিকিৎসক যাতে নিয়মিত দায়িত্ব পালন করেন সেদিকে কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি রাখতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৭ সালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় ৭ কোটি টাকা ব্যায়ে থানছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি র্নিমাণ কাজ শেষ করে। কিন্তু দুর্গম যোগাযোগ ব্যবস্থা, বিদ্যু, পানি ও আবাসিক সমস্যাসহ নানা জটিলতায় কমপ্লেক্সটি পুরোপুরি চালু করা যায়নি।
তবে কোনমতে বহিঃবিভাগ চালু থাকলেও আন্তঃবিভাগের সবধরনের সেবা বন্ধ ছিল। হাসপাতালটির কার্যক্রম বন্ধ থাকায় দুর্গম থানছি উপজেলার রোগীরা বাধ্য হয়ে চিকিৎসা নিতো ৮০ কিলোমিটার দুরের জেলা শহরে এসে। এসব কারণে শুধু চিকিৎসার অভাবেই র্দুগম এলাকার অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা যেত।
তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও সম্প্রতি বিদ্যুৎ সরবরাহ চালু হওয়ার পর এই স্বাস্থ্য কমপ্লেক্সটির আন্তঃবিভাগও চালু করে কর্তৃপক্ষ।
এ বিষয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অংশৈ প্রু মারমা জানান, নানা জটিলতা কাটিয়ে থানচির মতো র্দুগম উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু করা এতো সহয ছিলনা। তারপরও সবধরনের জটিলতা কাটিয়ে মানণীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুরের প্রচেষ্টায় কমপ্লেক্সটিতে এখন স্থানীয়রা ভালো মানের সেবা পেতে শুরু করেছেন। এখন আর ওই র্দুগম এলাকাগুলোর কোনো মানুষ বিনা চিকিৎসায়ও মারা যাবে না।
সম্প্রতি র্পাবত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বহুল প্রত্যাশিত থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্ত:বিভাগের র্কায্যক্রম উদ্বোধন করেন।