
বান্দরবানের থানচি বাজার থেকে উদ্ধার হওয়া দুটি রাজধনেশের ছানা শেষ পর্যন্ত ঠাঁই পেয়েছে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে। প্রায় দুই মাস আগে সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চল থেকে ধরে এনে বাজারে বিক্রির চেষ্টা করা হলে পাখি দুটি উদ্ধার করে বন বিভাগ।
উদ্ধারের পর রাজধনেশ ছানাগুলোর পরিচর্যায় কোনো ত্রুটি রাখেনি কর্তৃপক্ষ। জাম, বট, কলা সহ নানা ধরনের ফলমূল খাইয়ে তাদের বড় করে তোলে বন বিভাগের কর্মীরা। ছানাগুলোর শরীরে গজায় পালক, তৈরি হয় উড়তে সক্ষম ডানা।
এরপর চলতি মাসের ২ আগস্ট, পাখি দুটিকে ছেড়ে দেওয়া হয় প্রাকৃতিক পরিবেশে— থানচির সাঙ্গু সংরক্ষিত বনের সংলগ্ন এলাকায়। কিন্তু ছেড়ে দেওয়ার পরও রাজধনেশগুলো বনভূমিতে স্বাভাবিক আচরণ করতে পারেনি। তারা উড়ে বেড়ায়নি, এমনকি মানুষের সংস্পর্শ এড়ানোর প্রবণতাও দেখা যায়নি।
এই পরিস্থিতিতে বন বিভাগ আবার তাদের ফিরিয়ে আনে এবং গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে পাঠিয়ে দেয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, রাজধনেশ ছানাগুলো যে ব্যক্তি বাজারে বিক্রির জন্য এনেছিলেন, তিনি বন্যপ্রাণী আইন সম্পর্কে জানতেন না। ছানাগুলোকে ধরে আনার মূল উদ্দেশ্য ছিল কিছু টাকা আয় করা।
বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুর রহমান বলেন, “রাজধনেশ পাখির ছানারা সাধারণত মা-বাবার কাছেই বড় হয়। কিন্তু এই ছানাগুলো বেড়ে উঠেছে মানুষের সংস্পর্শে। ফলে তারা স্বাভাবিক বন্য আচরণ হারিয়ে ফেলেছে।”
তিনি আরও জানান, “সাফারি পার্কে খোলামেলা পরিবেশে তাদের নতুন করে মানিয়ে নিতে সহায়তা করা হবে। একসময় যদি তারা প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, তখন আবার বনে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা বিবেচনা করা হবে।”