থানচি (বান্দরবান) প্রতিনিধি– বিগত ২০১৯ সালে ঘূর্নিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের জন্য “পুর্ণবাসন সহায়তা কর্মসূচী প্রকল্পের” আওতায় থানচিতে শর্তহীন নগদ অর্থ বিতরন করা হয়েছে।
ইউ.কে.এইড ও ইউ.এন.ও.পি.এস এর অর্থায়নে কারিতাস ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন এর বাস্তবায়নে এই উপজেলায় দ্বিতীয় দিনে ১৫ই মে শুক্রবার এসব অর্থ বিতরণ করা হয়।
বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বলিপাড়া ইউনিয়নের ৩শত ১৬ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৫ হাজার ৭শত টাকা করে মোট ১৮ লক্ষ ১ হাজার ২শত টাকা আর্থিক সহয়তা প্রদান করা হয়।
এই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ৩৮ বিজিবি এর কমান্ডার নায়েক মোঃ কামরুল হাসান, কারিতাস এর প্রকল্প ম্যানেজার সুবাস আসাম, কো-অর্ডিনেটর রাজু বড়–য়া প্রমুখ।
উল্লেখ্য, বান্দরবান জেলায় ২০১৯ সালের বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্থ পরিবারদের জন্য পুর্নবাসন সহায়তা কর্মসূচী প্রকল্পের অধীনে থানচি উপজেলার ৩টি ইউনিয়নের মোট ৭শত ৭৩ টি পরিবারের মধ্যে মোট ৪৪ লক্ষ ৬ হাজার ১শত টাকা বিতরণ করা হয়েছে।