ছেলেটিকে পৃথিবীর যে কোনো দেশের নাম বললে মুহূর্তের মধ্যে সে দেশটির রাজধানীর নাম বলে দেয়। যে কোনো সালের যে কোনো তারিখ বললে সে সেদিনের নাম বলে দেয়- হোক সেটা অতীত কিংবা ভবিষ্যতের দিন! অদ্ভুত মেধার এই ছেলেটির নাম তাইফ (২৫)!
মানসিক প্রতিবন্ধী তাইফ বাস করে বাবা-মায়ের সঙ্গে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকিতে। তার বাবার নাম আশরাফ আলী। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আশরাফ আলী বলেন, ‘১ বছর বয়স থেকে তাইফের মানসিক সমস্যা অটিজম ধরা পড়ে। আমার আর্থিক সঙ্গতি না থাকার কারণে ছেলের চিকিৎসা করাতে পারিনি।’
তাইফের সন্ধানে তার গ্রামে গিয়ে তার ওপর একটি ডকুমেন্টারি তৈরি করেছেন সাংবাদিক নূহু আব্দুল্লাহ। ডকুমেন্টারিটি তিনি ইংরেজিতে করেছেন যাতে এমন একটি ব্যতিক্রমী প্রতিভার কথা সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরতে পারেন। বলাবাহুল্য, ইংরেজি আন্তর্জাতিক ভাষা। সারা পৃথিবীর মানুষ ইংরেজি বোঝে। তাই এই প্রয়াস।
ডকুমেন্টারিতে দেখা যাচ্ছে, তাইফ খুব দ্রুত সব প্রশ্নের উত্তর দিচ্ছে! সে ভিডিওতে জানিয়েছে, যে কোনো তারিখের বিপরীতে এত দ্রুত দিন বলে দেওয়ার পেছনে একটি ‘গোপন সূত্র’ রয়েছে তার। সে এই সূত্র আর কাউকে নয় কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চায়।
তাইফের বাবা জানিয়েছেন, তিনি তার ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। ছেলেকে পড়ালেখা করাতে পারেননি। কিন্তু তাকে যা শেখানো যায় সে তাই দ্রুত শিখে ফেলে! যেমন কদিন আগে সে কম্পিউটার অপারেটিংয়ের ব্যাসিক কোর্স সম্পন্ন করেছে। কিন্তু নিজের টাকা না থাকায় তাইফকে একটি কম্পিউটার কিনে দিতে পারছেন না!
তাইফের বাবা তার ছেলের ভবিষ্যতের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি সমাজের হৃদয়বান সচ্ছ্বল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেও তিনি অনুরোধ করেছেন তার সন্তানের ভবিষ্যতের জন্য কিছু করে দিতে।
ডকুমেন্টারির লিংক এখানে দেওয়া হলো।