ঢাকায় ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পার্বত্য মেলা

ঢাকায় ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পার্বত্য মেলা। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চার দিনব্যাপী এ মেলার উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং-এর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার, বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, ইসিমড এর মহাপরিচালক ড. ডেভিড মোল্ডেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরাসহ তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত থাকার কথা রয়েছে।

মেলা উপলক্ষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পাহাড়ি ঐতিহ্যবাহী পণ্যের স্টল এবং চার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

শেয়ার করুন