ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী পার্বত্য মেলা

চার দিনব্যাপী পার্বত্য মেলার উদ্বোধন করছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। ফটো: এ এ মং

শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে চার দিনব্যাপী পার্বত্য মেলা। ৫ ডিসেম্বর বৃহষ্পতিবার বিকেলে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমাসহ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সদস্যবৃন্দ।

উদ্বোধনী পর্বের পর সন্ধ্যায় রাঙামাটির সংস্কৃতিকর্মীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা।

শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত মেলার ১০১টি স্টলে পার্বত্যাঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পণ্যসামগ্রী বিক্রি ও প্রদর্শণ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও তাদের উপকারভোগীদের বিভিন্ন সংগঠনের পণ্যসামগ্রীর স্টলও স্থান পেয়েছে মেলায়।

মেলাটি ৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত দশটা পর্যন্ত চলবে। বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকবে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির স্থানীয় শিল্পীদের পরিবশেনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন