ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: বীর বাহাদুর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইমানুয়েল মেডিকেল সেন্টার আয়োজিত বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইমানুয়েল মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনায় স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা শিবির ও ঔষধ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে শহরের আদর্শ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও অন্যান্য অতিথিরা। ছবি- খোলা চোখ ডটকম।


এসময় বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার খন্দকার মোহাম্মদ শহীদুল এমরান, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, সিভিল সার্জন অংসুই প্রæ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. অং চা লু, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, শফিকুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, উপজেলা চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চিকিৎসা সেবা প্রদান করেন সেনা বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ছবি- খোলা চোখ ডটকম।

এর পর সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বিশেষ অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “সরকারের আন্তরিকতায় পার্বত্য এলাকা এখন অনেকটাই ম্যালেরিয়া মুক্ত, কমিউনিটি ক্লিনিকগুলোতেও ভালো সেবা মিলছে এছাড়াও উপজেলাগুলোতে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়েছে।” ডেঙ্গু প্রতিরোধের পরামর্শ দিয়ে মন্ত্রী জনসাধারণকে সচেতন হওয়ারও পরামর্শ দেন তাঁর বক্তব্যে।

দিনব্যাপী চিকিৎসা নেন বিভিন্ন এলাকার সাধারণ মানুষ।

পাহাড়ের বাসিন্দাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে তিনি জেলা প্রশাসনকেও ভূমিকা রাখার অনুরোধ করেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা।

বিনামূল্যের ঔষধ সেবা দিচ্ছেন প্রতিনিধিরা।

দিনব্যাপী এ কার্যক্রমে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি চট্টগ্রামের চিকিৎসকগণও অংশ নেন। জেলা সদরের বিভিন্ন এলাকার জনসাধারণ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ গ্রহন করেন। চিকিৎসা সেবার এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন