সারা দেশের মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতেও ডেঙ্গু জ্বরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত এক সপ্তাহে ২২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ১০ জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে খাগড়াছড়ি সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
সিভিল সার্জন মোঃ ইদ্রিস মিয়া জানান, অন্য জেলার তুলনায় খাগড়াছড়িতে ডেঙ্গুর প্রভাব তেমন নেই। সবাই বাইরের জেলা থেকে আক্রান্ত হয়ে খাগড়াছড়িতে তাদের নিজ বাড়িতে এসেছে। এর মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকিদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আতঙ্কিত হবার কিছু নেই।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গু সনাক্তকরণ কিট পৌঁছেছে। এছাড়া হাসপাতালে একটি মনিটরিং সেলও গঠন করা হয়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরা জানান, ঢাকায় বসবাসরত বা কাজে গিয়ে ঢাকা থেকে ফেরা অনেকেই হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। তবে ভয়ের কিছু নেই। এদিকে বৃহস্পতিবার খাগড়াছড়ির সদর হাসপাতালে ডেঙ্গু শনাক্তের ১২০টি কিট পৌঁছেছে। সরকারিভাবে প্রাপ্ত এসব কিটের মাধ্যমে হাসপাতালে ডেঙ্গুরোগ শনাক্ত করা সম্ভব হবে এবং খাগড়াছড়িতে এখনো ডেঙ্গু বড় ধরনের কোন প্রভাব ফেলতে পারেনি বলে তিনি জানান।