হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যান তিনি
ডা. উইলিয়াম লুসাই আর নেই

বিকেলে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ডা. উইলিয়াম লুসাই মারা যান। পরে তার মরদেহ বান্দরবানের নিজ বাড়িতে পাঠানো হয়।

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উইলিয়াম লুসাই (৫৬) সোমবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিউর রহমান মজুমদার জানিয়েছেন, তিনি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে খবর পেয়ে হাসপাতালের সকল ডাক্তার আবাসিক কোয়ার্টারে যান। পরে বিকাল ৫টার দিকে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খবর পেয়ে দ্রুত  উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলী আককাস, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, বান্দরবান জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, লামা থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সহ উপজেলার সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সহ বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ ছুটে যান।

উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী জানান, অসুস্থ হওয়ার খবর শুনে আমরা হাসপাতালে ছুটে যাই। সেখানে উপস্থিত হয়ে দেখি তিনি বেঁচে নেই।

 

শেয়ার করুন