বান্দরবানে ১৫ দিনের কারাদন্ডপ্রাপ্ত ট্রাক চালকের জামিনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকরা। পুলিশ, জেলা প্রশাসন এবং পরিবহন মালিক শ্রমিকদের যৌথ বৈঠকের পর দুপুর ২টা থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
নিজ কার্যালয়ে বৈঠক শেষে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, ‘কারাদন্ডপ্রাপ্ত ট্রাক চালকের জামিনের ব্যাপারে জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতে আপীল করার সিদ্ধান্ত হয়েছে। সেই আপীল আবেদনে পরিবহন মালিক শ্রমিকসহ আমরা সবাই মিলে জামিনের সুপারিশ করবো। এছাড়া আলীকদমের উপজেলা নির্বাহী অফিসারকে প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেবার সিদ্ধান্ত হয়েছে।’
বান্দরবান পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ঝন্টু কুমার দাশ জানান, ‘আমাদের একজন ট্রাক চালককে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। পরে প্রশাসন, পুলিশ এবং পরিবহন মালিক-শ্রমিক বৈঠকে তার জামিনের ব্যাপারে আশ্বাস পেয়েছি। আমরা আপাততঃ ধর্মঘট প্রত্যাহার করে নিলাম। দুপুর দুইটা থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে।’
রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বান্দরবান-কেরাণীহাট সড়কের রেইচা এলাকায় কাঠবাহী একটি ট্রাকের সাথে আলীকদম উপজেলা নির্বাহী অফিসারের গাড়ির মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয়। সে সময় আলীকদম উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন ওই ট্রাক চালককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদন্ড দেন। এই ঘটনার জেরে আটক ওই ড্রাইভারের মুক্তির দাবি জানায় পরিবহণ মালিক শ্রমিকরা। পরে সোমবার সকাল ১১টা থেকে বান্দরবান-চট্টগ্রাম, বান্দরবান-কক্সবাজার ও বান্দরবান-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ করে দেয় তারা। প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর এখন তা স্বাভাবিক হয়েছে।