“A Fly on the Wheel” — ব্রিটিশ কালেক্টর থমাস হার্বার্ট লুইনের আত্মজৈবনিক গ্রন্থটি শুধুমাত্র উপনিবেশ নয়, বরং এক বিপন্ন পাহাড়ি জনপদের জীবন্ত ইতিহাস।
এই অডিও পডকাস্টে আমরা তার লেখা থেকে পার্বত্য চট্টগ্রাম অংশটিকে ঘিরেই আলোচনা করেছি। Lewin-এর বর্ণনায় উঠে আসে — পাহাড়ি জাতিগোষ্ঠীর জীবনযাপন ঔপনিবেশিক শাসনের সূক্ষ্ম রাজনৈতিক চালচিত্র এবং এক ব্রিটিশ অফিসারের বিস্ময় আর সহানুভূতির চোখে দেখা এক ভিন্নতর বাংলা।
🎙️ পডকাস্টে থাকছে: তথ্যভিত্তিক আলোচনা বই থেকে বাছাইকৃত উদ্ধৃতি ইতিহাসপ্রেমীদের জন্য এক অসাধারণ শ্রুতি-ভ্রমণ