
গত এক সপ্তাহের ভারী বর্ষণে বান্দরবানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পাহাড় ধ্বসের ঘটনা ঘটছে। বান্দরবান-থানচি, বান্দরবান-রুমা সড়কের প্রায় ১৯টি জায়গায় রাস্তার ছোট-বড় অংশ দেবে গেছে। আশপাশের পাহাড় ভেঙ্গে সড়কের ওপর গড়িয়ে পড়তে শুরু করেছে মাটির চাঁই। বৃষ্টিপাত অব্যাহত থাকলে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা।
১৪ জুন বৃহষ্পতিবার বান্দরবান-রুমা ও বান্দরবান-থানচি সড়ক ঘুরে দেখা গেছে বৃষ্টির পানির প্রবল স্রোতে সড়কের বিভিন্ন জায়গা দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ গর্ত সৃষ্টি হয়েছে। যেসব জায়গায় পাহাড়ের কিনারা দিয়ে সড়ক নির্মিত হয়েছে সেখানে সড়কের ছোট বড় অংশ ভেঙ্গে খাদে চলে যাচ্ছে।
রুমা থেকে মটর সাইকেলযোগে বান্দরবান আসছিলেন ব্যবসায়ী মাইনুদ্দিন হোসেন। চিম্বুক এলাকায় এসে তিনি জানান, সড়কের অনেকগুলো জায়গায় পাহাড় থেকে মাটি ধ্বসে পড়ছে। এখনো যান চলাচলে তেমন সমস্যা হচ্ছেনা, তবে বৃষ্টি না কমলে বিপদ হবে। তাছাড়া কাদায় মটর সাইকেল আরোহীদের জন্যে বেশ ঝুঁকি সৃষ্টি হয়েছে।
থানচিগামী মালবাহী পিকআপ ড্রাইভার আফসার মিয়া জানান, আমরা এখনো চলাচল করছি তবে বিভিন্ন জায়গায় পাহাড় ভাঙ্গার সম্ভাবনা আছে।
এছাড়া, জলাবদ্ধতা এবং বন্যার কারণে সম্ভাব্য ক্ষতির মুখে থাকা জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেবার জন্যে ৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন জানিয়েছেন, টানা বৃষ্টিপাতে পাহাড় ধ্বসের সম্ভাবনা বেড়ে যায়। তাই পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে নিরাপদ আশ্রয় সরে আসতে অনুরোধ জানানো হয়েছে।

















