জেরীর একটি ফোন কলের অপেক্ষায় জাবেদ-মা ম্যা চিং !

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসন থেকে বিএনপি মনোনিত প্রার্থী সাচিং প্রু জেরী। ছবি- সংগৃহীত।


রফিকুল আলম মামুন, বান্দরবান।। “অন্তত একটি ফোন করে ডাকলেও অতীতের বিভেদ ভুলে একই ছাতার নীচে থেকে ধানের শীষের জন্য এক হয়ে কাজ করতে পারতাম। বরং ফোন করলেও কেউ কথা বলতে চান না। এভাবেতো একসাথে কাজ করা যাবে না। আমাদেরও সমাজে একটি অবস্থান আছে ”। অনেকটা ক্ষোভের সাথেই কথাগুলো বলছিলেন জেলা বিএনপিরস সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা।

বৃহস্পতিবার বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী সাচিংপ্রু জেরীর সমর্থনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন। সাংবাদিকরা জেলা বিএনপির দ্বন্দের বিষয়ে জানতে চাইলে জাবেদ বলেন, দ্বন্দ নিরসনে আমাদের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে একাধিকবার কিন্তু জেরীর পক্ষ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি। আসলে তিনি চাননা এই আসনটি কখনোই বিএনপি জিতুক|

জাবেদ রেজা আরো বলেন, আমরা আগাম প্রচারের জন্য প্রার্থী হিসেবে জেরীর কাছ থেকে কিছু পোষ্টার চেয়েও পাইনি। তবুও আমরা ধানের শীষের বিজয়ের জন্য সকল রাগ ক্ষোভ ভুলে থেকে নির্বাচনের মাঠে কাজ করবো| 

এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা বিএনপির সভাপতি মা ম্যা চিং কিছুটা কৌশলী হয়ে বলেন, এবারের নির্বাচন চেয়ারর্পাসন খালেদা জিয়ার মুক্তির র্নিবাচন, গণতন্ত্রের মুক্তির নির্বাচন। তাই বিজয়ের কোন বিকল্প নেই। আমরা ধানের শীষের পক্ষে কাজ করার জন্য সকল নেতাকর্মীকে ইতিমধ্যে নির্দেশনা দিয়ে দিয়েছি। জেরী না চাইলেও পৃথকভাবে আমরা দলের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চাইবো। 

দলীয় মনোনয়ন না পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সবসময় দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। দলের প্রয়োজনে সবধরনের ত্যাগ করতে প্রস্তুত আছি।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান মাম্যাচিং ও জাবেদ। এসময় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন তুষার, বিএনপি নেতা আবিদুর রহমান, চনুমং মারমাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মুজিবুর রশিদ জানান, “আমরা একসাথে কাজ করার জন্য সবসময়ই আন্তরিক। মাম্যাচিং ও জাবেদ আন্তরিক হলে দ্বন্দ নিরসন করা কঠিন কিছু নয়। আমরা অতীত ভুলে এক হয়ে কাজ করে যেতে চাই, আশা করি সফল হবো”- বলেন মুজিবুর রশিদ।

এদিকে দীর্ঘদিনের মনোমালিন্য ভুলে জাবেদ- মাম্যাচিং গ্রুপ সাচিং প্রুপের সকল নেতাকর্মী দলীয় প্রার্থী জেরীর পক্ষে কাজ করার ঘোষনায় জেলার সাধারণ বিএনপি নেতাকর্মীদের মাঝে অনেকটা স্বস্তি ফিরে এসেছে বলে জানায় নেতাকর্মীরা। তৃণমূলের নেতাকর্মীরা জানায় নির্বাচনের দিকে সবাই তাকিয়ে আছে। আমরাও দলের সিনিয়র নেতাদের এক হয়ে কাজ হওয়ার খবরে খুশি।

প্রসংগত, দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে সাবেক রাজপুত্র সাচিং প্রু জেরী ও অপর রাজবধু মা ম্যা চিং এর দ্বন্দের কারনে দ্বিধাবিভক্ত জেলা বিএনপি।

শেয়ার করুন